রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি, থানায় সোপর্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে স্থানীয় লোকজন ওই যুবকের বাড়ি ঘেরাও করে তাকে মারধরের পর বেলকুচি থানায় হস্তান্তর করে। পরে দুপুরে ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী খোকন শেখ নামে একজন ভ্যানচালক। তিনি এজাহারে উল্লেখ করেন, বুধবার রাতে ওই যুবক তার ভ্যানে যাতায়াতের সময় ধর্মীয় কটূক্তি করেন। খোকন শেখ বলেন, “কথোপকথনের একপর্যায়ে ওই যুবক আমাদের নবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। আমি তাৎক্ষণিক ভ্যান থামিয়ে তাকে সতর্ক করি। শোরগোল শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করি।”
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ধর্মীয় কটূক্তির অভিযোগে স্থানীয়রা এক যুবককে মারধর করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ঘটনার পর থেকে ওই যুবকের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে ওই যুবকের বাড়ির আশপাশে পুলিশি পাহারা অব্যাহত রয়েছে।
জনপ্রিয়

শহরকে সুন্দর রাখতে খালের পাড়ে ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

সিরাজগঞ্জে ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি, থানায় সোপর্দ

প্রকাশের সময় : ০৫:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে স্থানীয় লোকজন ওই যুবকের বাড়ি ঘেরাও করে তাকে মারধরের পর বেলকুচি থানায় হস্তান্তর করে। পরে দুপুরে ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী খোকন শেখ নামে একজন ভ্যানচালক। তিনি এজাহারে উল্লেখ করেন, বুধবার রাতে ওই যুবক তার ভ্যানে যাতায়াতের সময় ধর্মীয় কটূক্তি করেন। খোকন শেখ বলেন, “কথোপকথনের একপর্যায়ে ওই যুবক আমাদের নবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। আমি তাৎক্ষণিক ভ্যান থামিয়ে তাকে সতর্ক করি। শোরগোল শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করি।”
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ধর্মীয় কটূক্তির অভিযোগে স্থানীয়রা এক যুবককে মারধর করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ঘটনার পর থেকে ওই যুবকের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে ওই যুবকের বাড়ির আশপাশে পুলিশি পাহারা অব্যাহত রয়েছে।