রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ বিরোধী ষড়যন্ত্র:-লতিফ সিদ্দিকীসহ ১৫ জনকে গ্রেফতার দেখাল পুলিশ

  • ঢাকা ব্যূরো।।
  • প্রকাশের সময় : ১০:৪৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৪৫

ঢাকা রিপোর্টার ইউনিটি (ডিআরইউ) থেকে আটক সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
 তিনি বলেন, ‘ডিআরইউ থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হচ্ছেছ। আপাতত সবাইকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের মোবাইলে উসকানিমূলক বক্তব্য পাওয়া গেছে। তাদের অনলাইন এক্টিভিটি যাচাই করে গ্রেফতারের সিদ্ধান্ত হয়েছে।’
 
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। দুপুরে এই অনুষ্ঠান ঘিরে উত্তেজনা দেখা দেয়। 
 
 জানা গেছে, মঞ্চ ৭১-এর অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করেন। এ সময় লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অবরুদ্ধ করে রাখেন তারা।
 
পরে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনেরও উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
 

প্রসঙ্গ: গত ৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশের কথা জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়েছে। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন।

জনপ্রিয়

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আব্দুল মমিন মণ্ডল ও পিএসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

দেশ বিরোধী ষড়যন্ত্র:-লতিফ সিদ্দিকীসহ ১৫ জনকে গ্রেফতার দেখাল পুলিশ

প্রকাশের সময় : ১০:৪৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ঢাকা রিপোর্টার ইউনিটি (ডিআরইউ) থেকে আটক সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
 তিনি বলেন, ‘ডিআরইউ থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হচ্ছেছ। আপাতত সবাইকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের মোবাইলে উসকানিমূলক বক্তব্য পাওয়া গেছে। তাদের অনলাইন এক্টিভিটি যাচাই করে গ্রেফতারের সিদ্ধান্ত হয়েছে।’
 
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। দুপুরে এই অনুষ্ঠান ঘিরে উত্তেজনা দেখা দেয়। 
 
 জানা গেছে, মঞ্চ ৭১-এর অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করেন। এ সময় লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অবরুদ্ধ করে রাখেন তারা।
 
পরে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনেরও উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
 

প্রসঙ্গ: গত ৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশের কথা জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়েছে। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন।