
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
শুরু হলো বহুল কাঙ্ক্ষিত কলারোয়া হাসপাতাল সড়কের পুনঃনির্মাণ কাজ। প্রায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৭০০ মিটার দীর্ঘ ইউনিব্লক আকারে নির্মীয়মাণ এই সড়কটির পুনরায় নির্মাণ কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে। সম্প্রতি হাসপাতাল সড়কের দুরবস্থার ওপর একাধিক প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর শুরু হলো খানাখন্দে ভরা ভাঙাচোরা হাসপাতাল সড়কটির নির্মাণের কাজ।
শুক্রবার (২৯আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতাল সড়কের এক পাশে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। কাজটি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘ ভোগান্তির পর একপ্রকার আশা ছেড়ে দিয়েছিলাম রাস্তাটির সংস্কারের বিষয়ে। তবে সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় রাস্তার দুরবস্থা তুলে ধরায় আবার আশার আলো দেখা দিয়েছে। এজন্য তাঁরা সংবাদমাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জানা গেছে, কলারোয়া ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে হাসপাতাল অভিমুখী ৭০০ মিটার সড়কটি সম্পূর্ণ ইউনিব্লক আকারে তৈরি করা হচ্ছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ ৯১ হাজার ১৯২ টাকা। এই সড়ক নির্মাণের সংশ্লিষ্ট ঠিকাদার শেখ ফরহাদ হোসেন তপু জানান, এখনো এই কাজের ওয়ার্কঅর্ডার তিনি পাননি। তবে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় জনদুর্ভোগ লাঘবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের সম্মতিতে কাজটি শুরু করেছেন। তিনি জানান, খুব শিগগিরই তিনি ওয়ার্কঅর্ডার পাবেন। হাসপাতাল সড়কের হালিমা ফার্মেসির স্বত্বাধিকারী মইনুদ্দিন জানান রাস্তাটি ইউনি ব্লক আকারে তৈরি হওয়ার সংবাদে আমরা খুশি। কেননা, এই ধরনের সড়ক দীর্ঘদিন টেকসই হয়।
অপর বাসিন্দা মাসুদুর রহমান জানান, নির্মাণ কাজটি যেন মানসম্পন্নভাবে করা হয়, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম শুক্রবার এ বিষয়ে আলাপকালে জানান, কলারোয়া হাসপাতাল সড়কটি ইউনিব্লক আকারে নির্মিত হচ্ছে। এটি হতে যাচ্ছে কলারোয়া পৌর এলাকার দ্বিতীয় ইউনিব্লক সড়ক। এর আগে গত বছরের ২৪ শে আগস্ট কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের পূর্ব পার্শ্ব থেকে তুলসীডাঙ্গা গ্রামের প্রয়াত চেয়ারম্যান হোসেন আলীর বাড়ি পর্যন্ত ৭৫০ মিটার দীর্ঘ ইউনিব্লক রাস্তা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, ইউনিব্লক করে নির্মাণ করা এই সড়কটি যেমন প্রশস্ত হবে, তেমনি টেকসই হবে দীর্ঘদিনের জন্য।
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ 







































