মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গনঅধিকার পরিষদের সভাপতিসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি 
জাতীয় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর রাজধানীতে নৃশংস হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
শনিবার (৩০শে আগস্ট) দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে জেলা সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলামের উপস্থাপনায় ও জেলা সভাপতি অপু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি নাহিদা খানম, যুব অধিকারের জেলা সভাপতি তানিম হোসেন রুহিন, ছাত্র অধিকার পরিষদ নেতা নুর আহমদ হাসান, কিবরিয়া আহমদ, রায়হান আহমদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ করে ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। এতে ভিপি নুরের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। যদি দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁর ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জোর জানান।
জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

গনঅধিকার পরিষদের সভাপতিসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৫:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি 
জাতীয় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর রাজধানীতে নৃশংস হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
শনিবার (৩০শে আগস্ট) দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে জেলা সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলামের উপস্থাপনায় ও জেলা সভাপতি অপু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি নাহিদা খানম, যুব অধিকারের জেলা সভাপতি তানিম হোসেন রুহিন, ছাত্র অধিকার পরিষদ নেতা নুর আহমদ হাসান, কিবরিয়া আহমদ, রায়হান আহমদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ করে ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। এতে ভিপি নুরের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। যদি দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁর ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জোর জানান।