বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রাজধানীর মতিঝিলে

দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

  • ঢাকা ব্যুরো
  • প্রকাশের সময় : ০৯:০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৪

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি ভবনের সামনে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ভুক্তভোগীরা হলেন—ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক এবং দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো কাউকে আটক করা যায়নি।

ভুক্তভোগী রেদওয়ানুল হক জানান, তারা আনাসের সঙ্গে ভবনটির নিচে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আলী নামে একজন ব্যক্তি সেখানে এসে তাদের সরে যেতে বলেন। সরে যেতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাদের ওপর চড়াও হন। এরপর আরও ৮ থেকে ১০ জন উপস্থিত হয়ে লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এসময় রেদওয়ানুল হকের হাতে, মাথায় ও পিঠে আঘাত লাগে। তিনি এখনও হাসপাতালে যেতে পারেননি।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, আমি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজন হলে আরও ফোর্স পাঠানো হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: সালাহউদ্দিন

রাজধানীর মতিঝিলে

দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশের সময় : ০৯:০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি ভবনের সামনে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ভুক্তভোগীরা হলেন—ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক এবং দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো কাউকে আটক করা যায়নি।

ভুক্তভোগী রেদওয়ানুল হক জানান, তারা আনাসের সঙ্গে ভবনটির নিচে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আলী নামে একজন ব্যক্তি সেখানে এসে তাদের সরে যেতে বলেন। সরে যেতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাদের ওপর চড়াও হন। এরপর আরও ৮ থেকে ১০ জন উপস্থিত হয়ে লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এসময় রেদওয়ানুল হকের হাতে, মাথায় ও পিঠে আঘাত লাগে। তিনি এখনও হাসপাতালে যেতে পারেননি।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, আমি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজন হলে আরও ফোর্স পাঠানো হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।