মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেটকার চাপায় কিশোরের মৃত্যু 

প্রতীকী ছবি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার চাপায় ফুটপাতের ব্যবসায়ী সাঈদ মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পথচারী মহিলা আহত হয়েছেন।
গতকাল শনিবার(৩০শে আগস্ট) বিকালে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে ঘটনাটি ঘটেছে।
নিহত ওই কিশোর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাঙ্গালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাইদ মিয়া।
জানা যায়, শনিবার (৩০শে আগস্ট) বিকালে মৌলভীবাজারের রাজনগর মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেটনোহা গাড়ি (চট্টমেট্রো-চ-১১-১৭৫৮) বাজারের ভ্যান গাড়িতে কসমেটিক্স বিক্রেতা সাঈদ মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়ে যায়। এসময় নোহাগাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। নিহত কিশোরের লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোবারক হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেটনোহা গাড়ি ফুটপাতে ব্যবসায়ী সাঈদ মিয়া নামের কিশোরের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

প্রাইভেটকার চাপায় কিশোরের মৃত্যু 

প্রকাশের সময় : ০৯:৫৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার চাপায় ফুটপাতের ব্যবসায়ী সাঈদ মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পথচারী মহিলা আহত হয়েছেন।
গতকাল শনিবার(৩০শে আগস্ট) বিকালে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে ঘটনাটি ঘটেছে।
নিহত ওই কিশোর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাঙ্গালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাইদ মিয়া।
জানা যায়, শনিবার (৩০শে আগস্ট) বিকালে মৌলভীবাজারের রাজনগর মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেটনোহা গাড়ি (চট্টমেট্রো-চ-১১-১৭৫৮) বাজারের ভ্যান গাড়িতে কসমেটিক্স বিক্রেতা সাঈদ মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়ে যায়। এসময় নোহাগাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। নিহত কিশোরের লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোবারক হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেটনোহা গাড়ি ফুটপাতে ব্যবসায়ী সাঈদ মিয়া নামের কিশোরের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’