শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে আ. লীগ নেতা নিহত, রাজনৈতিক দ্বন্দ্বে আহত ১

যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুর ও শার্শায় পৃথক ঘটনায় এক আওয়ামী লীগ নেতা নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাতে এদুটি ঘটনা ঘটে।
মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৩০) নামে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত হন। তিনি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজহার মাস্টারের ছেলে। রাত সোয়া ৯টার দিকে রাজগঞ্জ বাজারের স’ মিল সংলগ্ন চায়ের দোকানের সামনে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবুল বাশার জানান,কেবা কারা এ হত্যার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং আসামিদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।
অন্যদিকে,একই রাতে শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রের কোপে আহত হন। তিনি ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে অবস্থানকালে প্রতিবেশী নসিমদ্দিন তার ছেলে শফি,শাহ আলমসহ আরও ১৪-১৫ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত একটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আহতের চাচাতো ভাই অভিযোগ করেন,পূর্ব রাজনৈতিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

যশোরে আ. লীগ নেতা নিহত, রাজনৈতিক দ্বন্দ্বে আহত ১

প্রকাশের সময় : ০১:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুর ও শার্শায় পৃথক ঘটনায় এক আওয়ামী লীগ নেতা নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাতে এদুটি ঘটনা ঘটে।
মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৩০) নামে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত হন। তিনি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজহার মাস্টারের ছেলে। রাত সোয়া ৯টার দিকে রাজগঞ্জ বাজারের স’ মিল সংলগ্ন চায়ের দোকানের সামনে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবুল বাশার জানান,কেবা কারা এ হত্যার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং আসামিদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।
অন্যদিকে,একই রাতে শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রের কোপে আহত হন। তিনি ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে অবস্থানকালে প্রতিবেশী নসিমদ্দিন তার ছেলে শফি,শাহ আলমসহ আরও ১৪-১৫ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত একটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আহতের চাচাতো ভাই অভিযোগ করেন,পূর্ব রাজনৈতিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।