
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তরে নবগঠিত ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়। পরে, শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা তালহা, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার তুষার, সদস্য সচিব সজিব জয়, সিনিয়র যুগ্ন আহ্বায়ক নিহা মনি, যুগ্ন আহ্বায়ক মো. আজিম, সদস্য রিয়াদ হাসান প্রমুখ।
সভায় সভায় বক্তারা বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। আমরা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের নিয়ে একটি নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। সকল প্রতিকূলতা অতিক্রম করে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এর আগে, ছেংগারচর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মামুন উল হককে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত কমিটি নেতৃবৃন্দ।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 




































