মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অতঃপর…

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ানকে (৬০) আটক করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আটক আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুন ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ কর্মসূচির অধীনে প্রতারক আমিনুল ইসলাম পালোয়ানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প থেকে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ২২ সদস্যের একটি বিশেষ দল অভিযান চালায়। মেজর মো. শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সন্তোষপুর বাজার থেকে অবৈধভাবে রাখা ২০০ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রশাসন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ওই মামলার ঝামেলা থেকে মুক্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছ থেকে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে আমিনুল ইসলাম এক লাখ টাকা দাবি করেন। এ কারণে তাকে কুড়িগ্রাম সেনাক্যাম্পে ডেকে পাঠানো হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা চাওয়ার কথা স্বীকার করেন। এরপর তাকে নাগেশ্বরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনাক্যাম্প কমান্ডার মেজর মো. শাহরিয়ার আহাদ জানান, অপকর্ম, দুর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অতঃপর…

প্রকাশের সময় : ০৫:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ানকে (৬০) আটক করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আটক আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুন ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ কর্মসূচির অধীনে প্রতারক আমিনুল ইসলাম পালোয়ানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প থেকে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ২২ সদস্যের একটি বিশেষ দল অভিযান চালায়। মেজর মো. শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সন্তোষপুর বাজার থেকে অবৈধভাবে রাখা ২০০ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রশাসন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ওই মামলার ঝামেলা থেকে মুক্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছ থেকে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে আমিনুল ইসলাম এক লাখ টাকা দাবি করেন। এ কারণে তাকে কুড়িগ্রাম সেনাক্যাম্পে ডেকে পাঠানো হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা চাওয়ার কথা স্বীকার করেন। এরপর তাকে নাগেশ্বরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনাক্যাম্প কমান্ডার মেজর মো. শাহরিয়ার আহাদ জানান, অপকর্ম, দুর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।