
লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর। কয়েকমাস আগে তার দ্বিতীয় ধাপে তার ক্যানসার ধরা পড়ে। অভিনেত্রী তার শারীরিক অবস্থার কথা নিজেই জানিয়েছেন। তার শরীরে জ্বালা-যন্ত্রণা বেড়ে গেছে।
দীপিকা তার নতুন ভ্লগে বিষয়টি ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘আমার অবস্থা সত্যিই খুব খারাপ। রুহানের মতো ইনফেকশন হয়েছে। আমার ক্ষেত্রে তো বিষয়টা আরও গুরুতর। কারণ, আমার ক্যানসারের চিকিৎসা চলছে। যে কারণে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা কমে গেছে।
দীপিকার কথায়, ‘চিকিৎসকেরা আমায় আগেই বলেছিলেন, যদি আমার কোনও সংক্রমণ বা জ্বর হয়, তা হলে তার সঙ্গে যেন সেই মুহূর্তে যোগাযোগ করি। আমাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি অ্যালার্জির ওষুধ দেয়া হচ্ছে। যার ফলে শরীর আরও দুর্বল হয়ে গেছে। আমি আশা করি শিগগির সুস্থ হয়ে উঠব।
এর আগে দীপিকা জানিয়েছিলেন, তিনি টার্গেটেড থেরাপির ওষুধ খাওয়া শুরু করার এক মাসেরও বেশি সময় হয়ে গেছে। এর ফলে, তার আলসার, হাতের তালুতে ফুসকুড়ি, নাক এবং গলায় সমস্যা দেখা দিতে শুরু করেছে। এমনকী, প্রচুর চুলও পড়ছে।
২০১০ সালে ‘নীড় ভারে তেরে ন্যায়না দেবী’ ধারাবাহিকে লক্ষ্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। এরপর, তিনি ‘আগলে জানাম মোহে বিটিয়া হি কিজো’ ধারাবাহিকে রেখা চরিত্রে অভিনয় করেন।
বিনোদন ডেস্ক 







































