
মোহাম্মদ আলী জিন্নাহ , ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে খাদ্যপণ্যের গুণগত মান যাচাই করা হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করা লাড্ডু, পাউরুটি, ঘি, হলুদ ও গুড়ের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় কিছু পণ্যে ভেজাল প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা সহকারী ভূমি কমিশনার জনাব নাভিদ সারোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যশোর জেলা প্রতিনিধি আব্দুর রহমান, নমুনা সংগ্রহকারী জেলা প্রতিনিধি, ল্যাব টেকনিশিয়ান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ আব্দুল মতিন, এবং ঝিকরগাছা পৌরসভা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শহীদ আলম। ভেজাল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়: যাদব ঘোষ ডেইরি (সাতক্ষীরা) ১৫,০০০ টাকা, গুড় ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম ১০,০০০ টাকা, এবং গুড় ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান ৬,০০০ টাকা। ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিত বাজার তদারকি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মোহাম্মদ আলী জিন্নাহ , ঝিকরগাছা প্রতিনিধি 







































