
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার শাক্তা ইউনিয়নের বামনসুর খেলার মাঠে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসুর ভিপি , মন্ত্রী আমান উল্লাহ আমান এর ছেলে ও ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা ২ আসনের বিএনপির এমপি প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ।
বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । প্রতিষ্ঠা বার্ষিকী রেলি উপলক্ষে সকাল থেকেই হযরতপুর থেকে জিনজিরা পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত হন শাক্তা ইউনিয়নের বামনসুর খেলার মাঠে ।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। বিকেলে মিছিলে নেতৃত্ব দেন ঢাকা ২ আসনের বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি । মিছিলটি সাতটা ইউনিয়নের বামনসুর খেলার মাঠ থেকে শুরু হয়ে আটিবাজার ও খোলামোরা ঘাট হয়ে আবার বামনসুর এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য রেলি শেষে প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গৌরবের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি জানাই গভীর শ্রদ্ধা । দেশের মানুষের ভালোবাসা নিয়ে বিএনপি আজ ৪৭ তম বর্ষে পদার্পণ করেছে । বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন । বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ।বর্ণাঢ্য এই আয়োজনে সকল নেতাকর্মীকে তিনি অভিনন্দন জানান উপস্থিত হওয়ার জন্য। তিনি আরো বলেন,সাধারণ মানুষ আগামীতে ঢাকা ২ আসনে বিএনপি’র নেতৃত্ব বেছে নেবে এবং বিএনপি প্রার্থীকেই ভোট দিবেন ইনশাআল্লাহ। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে গিয়ে ভোট চাইতে হবে।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 







































