
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার পাঁচরাস্তার মোড়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক মোল্লা ইসাহাক আলী, মোড়লগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেত্রী আঞ্জুমান আরা আলো, বিএনপি নেতা নাজমুল আহসান হাসান শিমুল গাজী ও তালুকদার মধু।
প্রধান অতিথির বক্তব্যে ড. ওবায়দুল ইসলাম বলেন, “বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে এই আসনে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: 






































