
কুড়িগ্রাম সদরের আগমনী এলাকায় একটি গাছে একটি অজগর সাপ দেখতে পাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ সকালে এই ঘটনাটি নজরে আসে এবং এরপরই খবর পেয়ে বন বিভাগ সাপটিকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগমনী এলাকার একটি আমগাছের ডালে সাপটি কুণ্ডলী পাকিয়ে বসে ছিল। প্রথমে স্থানীয়রা সাপটি দেখে ভয় পেলেও পরে উৎসুক জনতার ভিড় জমে যায়। সাপটি প্রায় চার ফুট লম্বা ছিল। অনেকেই জীবনে প্রথমবার এত বড় সাপ দেখতে পেয়ে অবাক হন।
খবর পেয়ে কুড়িগ্রাম বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বন কর্মকর্তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে গাছ থেকে নামিয়ে আনেন। এরপর সাপটিকে একটি বিশেষ পাত্রে রাখা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সাপটি সম্ভবত খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছিল। তারা আরও বলেন, সাপটি সম্পূর্ণ সুস্থ আছে এবং এটিকে একটি নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয়রা জানান, এর আগে এই এলাকায় কখনো অজগর সাপ দেখা যায়নি। বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব নিয়ে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি 






































