সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চোর মুক্ত বেলকুচি গড়তে হলে হাত পাখার বিকল্প নেই: মুফতী নুরুন নাবী

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মুহিব্বুল্লাহ।
প্রধান আলোচক মুফতী নুরুন নাবী বলেন, বেলকুচির উন্নয়নে হাত পাখার বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, এতদিন এখানে শুধু ত্রাণের প্যাকেট দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত উন্নয়ন হয়নি। জনগণ ত্রাণ চায় না, তারা উন্নয়ন চায়। গত ৫৪ বছরে সব সরকার ক্ষমতায় থেকেও বেলকুচিকে উন্নয়ন বঞ্চিত রেখেছে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সর্বপ্রথম বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আনা হবে, যা কর্মসংস্থান সৃষ্টি করবে। তাঁত শিল্পের উন্নয়নে স্বল্পমূল্যে ঋণ দেওয়া হবে, কারিগরি শিক্ষা চালু করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে যারা দুর্নীতি করেছে, তাদের আর সুযোগ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়

কোরআনের হাফেজা হলেন ৯ বছরের নুসরাত

চোর মুক্ত বেলকুচি গড়তে হলে হাত পাখার বিকল্প নেই: মুফতী নুরুন নাবী

প্রকাশের সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মুহিব্বুল্লাহ।
প্রধান আলোচক মুফতী নুরুন নাবী বলেন, বেলকুচির উন্নয়নে হাত পাখার বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, এতদিন এখানে শুধু ত্রাণের প্যাকেট দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত উন্নয়ন হয়নি। জনগণ ত্রাণ চায় না, তারা উন্নয়ন চায়। গত ৫৪ বছরে সব সরকার ক্ষমতায় থেকেও বেলকুচিকে উন্নয়ন বঞ্চিত রেখেছে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সর্বপ্রথম বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আনা হবে, যা কর্মসংস্থান সৃষ্টি করবে। তাঁত শিল্পের উন্নয়নে স্বল্পমূল্যে ঋণ দেওয়া হবে, কারিগরি শিক্ষা চালু করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে যারা দুর্নীতি করেছে, তাদের আর সুযোগ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।