শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের​ পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা

​কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে পরিবারের সঙ্গে অভিমান করে আব্দুল আলীম (৪৫) নামের এক রাজমিস্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পাচপীর বাজার এলাকায়। আব্দুল আলীম ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
​পরদিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী পার্শ্ববর্তী আউয়াল মিয়ার বাগানে গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
​পরিবারের সদস্যদের দাবি, আব্দুল আলীম মানসিক সমস্যার কারণে এমন ঘটনা ঘটিয়েছেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
​এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয়

ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ

কুড়িগ্রামের​ পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা

প্রকাশের সময় : ০৮:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
​কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে পরিবারের সঙ্গে অভিমান করে আব্দুল আলীম (৪৫) নামের এক রাজমিস্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পাচপীর বাজার এলাকায়। আব্দুল আলীম ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
​পরদিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী পার্শ্ববর্তী আউয়াল মিয়ার বাগানে গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
​পরিবারের সদস্যদের দাবি, আব্দুল আলীম মানসিক সমস্যার কারণে এমন ঘটনা ঘটিয়েছেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
​এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।