
পবিত্র নবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন দিবস উপলক্ষে আজ শনিবার ময়মনসিংহে একটি বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। লালকুঠি পাক দরবার শরীফ থেকে বের হওয়া এই জুলুসটি ধর্মপ্রাণ মুসলিমগণের মধ্যে উদ্দীপনা ও নবীজীর প্রতি গভীর শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি করেছে।
বর্তমান গদীনশীন পীরজাদা মাওলানা মুহাম্মদ খাজা সুজাউদ্দোলা (মা.জি.আ.) এর সভাপতিত্বে সম্পন্ন এই অনুষ্ঠানটি হামদ, নাত এবং নবীর শুভাগমনকে স্বাগত জানানোর ইসলামিক স্লোগানের মাধ্যমে নবীজীর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের এক মহতী আয়োজন ছিল।
জুলুসটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, যেখানে ধর্মপ্রাণ মুসলিমগণ নৈতিক শিক্ষা ও নবীজীর উপদেশের আলোকে আনন্দ এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেন। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতি লক্ষ্য রেখে অনুষ্ঠানটি নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।
পীরজাদা মাওলানা মুহাম্মদ খাজা সুজাউদ্দোলা (মা.জি.আ.) উপস্থিত সকলকে নবীজীর শিক্ষার আলোকে জীবনযাপন এবং মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
ময়মনসিংহ প্রতিনিধি 






























