
সিরাজগঞ্জ প্রতিনিধি:
রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর সিরাজগঞ্জ পৌর এলাকার ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কবি মান্না রায়হানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আফিফান নজরুলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে তার কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় এবং ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের আগে জানাজা নামাজে ইমামতি করেন ভিক্টোরিয়া হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আল আমিন। জানাজা নামাজের আগে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মনি, অধ্যক্ষ আখতারুজ্জামান, ফজলুল মনি মুক্তা, আব্দুল মজিদ, আব্দুস সালাম জগলু রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র নুরুল হক এবং মরহুমের পুত্র অনামিক। এ সময় ছোট ছেলে অমিয়ও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা নামাজের পর রহমতগঞ্জ পৌর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
মরহুম মান্না রায়হান ভিক্টোরিয়া কোয়ার্টারের মুজিবর রহমানের দ্বিতীয় সন্তান। তিনি রোববার ভোর সাড়ে পাঁচটার সময় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়স্বজন, বন্ধু ও সাংবাদিক সহকর্মীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ গণমাধ্যমকর্মীরা মরহুম মান্না রায়হানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি: 







































