
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ১ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে পাল্লা দিয়ে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় পৌছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ ও স্বাধীন নামে দুজন নিহত হন। গুরুতর আহত হন শাওন নামে একজন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































