বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করব: শিবির সেক্রেটারি

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও ডাকসু নির্বাচনে ভিপিসহ শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এ অবস্থায় কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি এই স্ট্যাটাস দেন।

নুরুল ইসলাম সাদ্দাম লিখেছেন, মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের এমন বিজয় দান করেছেন। জুলাইয়ের সব শহীদ ও ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালীন হিটস্ট্রোকে নিহত তরিকুল ইসলামের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও রবের কাছে উত্তম প্রতিদান কামনা করছি।

তিনি আরও লিখেছেন, যে ক্যাম্পাসে বাতিল শক্তি আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেই ক্যাম্পাসেই মহান রব আমাদের সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছে; আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করব, ইনশাআল্লাহ।

শিবিরের এই সেক্রেটারি জেনারেল লিখেছেন, সর্বোপরি ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্য এবং দেশে-বিদেশে আমাদের জন্য যারা চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন ও নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

জনপ্রিয়

দেশের উদ্দেশ্যে বাসভবন ছাড়লেন তারেক রহমান

আমাদের সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করব: শিবির সেক্রেটারি

প্রকাশের সময় : ০৯:২৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও ডাকসু নির্বাচনে ভিপিসহ শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এ অবস্থায় কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি এই স্ট্যাটাস দেন।

নুরুল ইসলাম সাদ্দাম লিখেছেন, মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের এমন বিজয় দান করেছেন। জুলাইয়ের সব শহীদ ও ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালীন হিটস্ট্রোকে নিহত তরিকুল ইসলামের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও রবের কাছে উত্তম প্রতিদান কামনা করছি।

তিনি আরও লিখেছেন, যে ক্যাম্পাসে বাতিল শক্তি আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেই ক্যাম্পাসেই মহান রব আমাদের সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছে; আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করব, ইনশাআল্লাহ।

শিবিরের এই সেক্রেটারি জেনারেল লিখেছেন, সর্বোপরি ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্য এবং দেশে-বিদেশে আমাদের জন্য যারা চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন ও নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।