
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্মার্টফোন কিনে না দেওয়ায় সাব্বির (১৪) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর)) সন্ধ্যা ৭টার সময় উপজেলার ছেংগারচর পৌরসভার বাজারের বাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত কিশোর সাব্বির ওই এলাকার ঠাকুরচর গ্রামের স্বপন সরকারের ছেলে । তার মায়ের নাম রেশমা বেগম ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাব্বির মায়ের কাছে স্মার্টফোন কিনে নিতে কয়েকদিন ধরেই বায়না ধরে আসছিল। মা সকিনা বেগম পাথর শ্রমিক হওয়ার কারণে টাকার অভাবে ছেলেকে ফোন কিনে দিতে পারছিলেন না। বুধবারও ফোন কিনে দেয়ার জন্য বায়না ধরে।
স্বজন ও পুলিশ জানায়, সাব্বির ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়াশোনা করত। কয়েক মাস আগে পড়াশোনা বন্ধ করে দেয়। এরপর থেকে সে বাসায় থাকত। মায়ের কাছে স্মার্টফোন কিনে নিতে কয়েকদিন ধরেই বায়না ধরে আসছিল। বুধবার রাতে মায়ের কাছে একটি স্মার্ট মোবাইল কিনে দেওয়ার বায়না করে। তবে তার মা তাকে মোবাইল ফোন কিনে দিতে অস্বীকৃতি জানালে সে খাবার খাওয়া বন্ধ করে দেয়। এরপর অভিমান করে বাসার একটি রুমের দরজা বন্ধ ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে। পরে রাত ৭টার দিকে সাব্বিরের মরদেহ ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাব্বিরের ছোট ভাই আপন বলেন, ‘দুপুর বেলা থেকেই ওর মায়ের কাছে টাচ ফোন চেয়েছিল। মা টাচ ফোন না দেওয়ায় সে দুপুরের খাওয়া ছেড়ে দেয়। মা টাচ ফোন না কিনে না দেওয়ায় আমাদের অজান্তেই রাত ৭টার সময় অভিমানে রুমের একটি কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 






































