
বিশিষ্ট লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী জানান, বুধবার সন্ধ্যায় ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হলে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। বর্তমানে শিল্পীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম বলেন, ‘সার্বিকভাবে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা ভালো নয়। ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছে। গত দুই দিনের তুলনায় আজকের অবস্থা খুবই খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, ‘ফুসফুস ও কিডনির নানা সমস্যার সঙ্গে লড়াই করছে ফরিদা পারভীন। গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি রেখে তাকে চিকিৎসা করানো হয়েছে।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন ডায়ালিসিস করাতে হয় তাকে। ২ সেপ্টেম্বর ডায়ালিসিসের জন্য মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বিনোদন ডেস্ক 







































