
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের চট্টগ্রাম মহানগর ও কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন।
১১ সেপ্টেম্বর(বৃহস্পতিবার ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল কাদের বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। আন্দোলনের কারণে একাধিকবার কারাভোগ করেছেন, ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী বাহিনী ও পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন।
আব্দুল কাদের অভিযোগ করেন, গত ৪ সেপ্টেম্বর দুপুরে চকবাজার থানার একসেস রোডস্থ কালাম কলোনীতে তাঁর বাসায় ঢুকে ১০–১৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর সহযোদ্ধা আকাশ, ফয়সাল ও রমজান আলী তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও এলোপাতাড়ি মারধর করে। হামলায় আকাশের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি এলাকায় দাপট দেখাচ্ছে, আধিপত্য বিস্তারের চেষ্টা করছে আওয়ামী পলাতক বাহিনীর সন্ত্রাসীদের পূর্ণ বাসনের মাধ্যমে।
১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্যনিযুক্ত সদস্যসচিব মিজান ও যুবদল নামধারী রায়হান এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে। তাঁদের নেতৃত্বেই এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল কাদেরের দাবি, মামলা হওয়ার পরও মিজান ও রায়হান সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মানহানিকর মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং তাঁকে ও তাঁর সহযোদ্ধাদের হত্যার হুমকি দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা যারা দুঃসময়ে রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, আজ তারাই সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ। দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।’
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিএম সালাউদ্দিন কাদের আসাদ, চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন আলো, যুগ্ম আহ্বায়ক মো. হামিদ, আব্দুল আজিজ, সদস্য আশিক, আবিদ আব্দুল্লাহ তাকরিম প্রমূখ।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 







































