মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টি প্রতিনিধিদল এখন জাপান সফরে

  • ঢাকা ব্যূরো।।
  • প্রকাশের সময় : ০৭:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাপানে সাংগঠনিক সফরে প্রবেশ করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলের বহনকারী বিমান। বিমানবন্দরে উপস্থিত প্রবাসীরা ফুল দিয়ে প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে যাত্রা শুরু করে দলটি। সফরকারীদের মধ্যে রয়েছেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।

এনসিপির এই সফরের মূল লক্ষ্য হচ্ছে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং দলের সমর্থকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। সফরের সময় তারা বিভিন্ন সাংগঠনিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিশেষভাবে জাপানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা এবং তাদের সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে দলের আগমন উপলক্ষে স্থানীয় প্রবাসীরা ফুল দিয়ে স্বাগত জানান। এই অভ্যর্থনা প্রবাসীদের মধ্যে দলের প্রতি উৎসাহ এবং সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা গেছে। প্রবাসীরা আশা প্রকাশ করেছেন যে এই সফর প্রবাসীদের অধিকার ও সুযোগ-সুবিধা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দলটি প্রথমে টোকিওতে উপস্থিত থাকবে। সেখানে প্রবাসী কমিউনিটি এবং এনসিপি সমর্থকদের সঙ্গে বৈঠক, মতবিনিময় সভা ও সাংগঠনিক আলোচনায় অংশগ্রহণ করবেন। ওসাকা সফরে তারা স্থানীয় প্রবাসীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

দলটি জাপানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন। আলোচনার কেন্দ্রবিন্দু হবে প্রবাসীদের সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাংলাদেশি সম্প্রদায়ের কার্যক্রম সমন্বয়। দূতাবাসের সঙ্গে এই বৈঠক প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ এবং সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দলের এই সফরকে ইতিবাচক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। তারা আশা করছেন, এনসিপি প্রতিনিধিদল প্রবাসীদের সমস্যার সমাধান, সাংগঠনিক উন্নয়ন এবং সামাজিক সংযোগের ক্ষেত্রে নতুন পথ সুগম করবে।

জনপ্রিয়

মরহুম মোসলেম উদ্দিন মাস্টারের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

জাতীয় নাগরিক পার্টি প্রতিনিধিদল এখন জাপান সফরে

প্রকাশের সময় : ০৭:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাপানে সাংগঠনিক সফরে প্রবেশ করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলের বহনকারী বিমান। বিমানবন্দরে উপস্থিত প্রবাসীরা ফুল দিয়ে প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে যাত্রা শুরু করে দলটি। সফরকারীদের মধ্যে রয়েছেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।

এনসিপির এই সফরের মূল লক্ষ্য হচ্ছে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং দলের সমর্থকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। সফরের সময় তারা বিভিন্ন সাংগঠনিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিশেষভাবে জাপানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা এবং তাদের সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে দলের আগমন উপলক্ষে স্থানীয় প্রবাসীরা ফুল দিয়ে স্বাগত জানান। এই অভ্যর্থনা প্রবাসীদের মধ্যে দলের প্রতি উৎসাহ এবং সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা গেছে। প্রবাসীরা আশা প্রকাশ করেছেন যে এই সফর প্রবাসীদের অধিকার ও সুযোগ-সুবিধা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দলটি প্রথমে টোকিওতে উপস্থিত থাকবে। সেখানে প্রবাসী কমিউনিটি এবং এনসিপি সমর্থকদের সঙ্গে বৈঠক, মতবিনিময় সভা ও সাংগঠনিক আলোচনায় অংশগ্রহণ করবেন। ওসাকা সফরে তারা স্থানীয় প্রবাসীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

দলটি জাপানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন। আলোচনার কেন্দ্রবিন্দু হবে প্রবাসীদের সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাংলাদেশি সম্প্রদায়ের কার্যক্রম সমন্বয়। দূতাবাসের সঙ্গে এই বৈঠক প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ এবং সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দলের এই সফরকে ইতিবাচক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। তারা আশা করছেন, এনসিপি প্রতিনিধিদল প্রবাসীদের সমস্যার সমাধান, সাংগঠনিক উন্নয়ন এবং সামাজিক সংযোগের ক্ষেত্রে নতুন পথ সুগম করবে।