
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য কিনতে পাচ্ছেন না উপকারভোগীর তালিকায় থাকা ১২ হাজার ৬৮১ পরিবার। সরবরাহকৃত ফ্যামিলি কার্ড হালনাগাদের জন্য জমা দিয়ে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না নতুন কার্ড। ফলে ডিলারদের কাছ থেকে নির্ধারিত মূল্যে পণ্য কিনতে পাচ্ছেন না এসব পরিবার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট উপকারভোগীর সংখ্যা ২১ হাজার ৩৫০ জন। এরমধ্যে নাওডাঙ্গা ইউনিয়নে ৩০০৩, শিমুলবাড়ী ২৪২৪, ফুলবাড়ী ৪৫৭৬, বড়ভিটা ৩৬২৩, ভাঙ্গামোড় ৩৭৮৪ এবং কাশিপুর ইউনিয়নে রয়েছেন ৩৯৪০ জন। এসব উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড সরবরাহ করার সরকারি নির্দেশনা মোতাবেক অনলাইনে হালনাগাদের কাজ শুরু করা হয়।
তথ্য হালনাগাদ শেষে ইতোমধ্যে ৮ হাজার ৬৬৯ টি স্মার্ট ফ্যামিলি কার্ড উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। এরমধ্যে নাওডাঙ্গা ইউনিয়নে ৭৫৬, শিমুলবাড়ী ৯৫১, ফুলবাড়ী ২২৩৩, বড়ভিটা ৬১২, ভাঙ্গামোড় ১৯৬৭ এবং কাশিপুর ইউনিয়নের ২৩৭০ জন স্মার্ট কার্ড পেয়েছেন। এখনো স্মার্ট ফ্যামিলি কার্ড পাননি ১২ হাজার ৬৮১ জন।
স্মার্ট ফ্যামিলি কার্ড না থাকায় সরকার নির্ধারিত মূল্যে ডিলারদের কাছ থেকে পণ্য কিনতে না পেরে ক্ষোভ জানিয়েছেন বঞ্চিতরা। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় টিসিবি পণ্য কিনতে পেরে তারা খুব উপকৃত হতেন। কম মূল্যে চাল, তেল, ডাল ছাড়াও চিনি ও ছোলা বুট কিনতেন। চলতি বছরের শুরুর দিকে ইউনিয়ন পরিষদে গিয়ে কার্ড জমা দিয়ে অনলাইনে তথ্য প্রদানের জন্য বলা হয়। সে মোতাবেক তারা পুরাতন কার্ড জমা দিয়ে অনলাইনে তথ্য প্রদান করেন।
এরপরে কয়েক মাস কেটে গেলেও হদিস মিলছে না স্মার্ট ফ্যামিলি কার্ডের। স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের সাথে বারংবার যোগাযোগ করেও কোন মিলছে না কোন সদুত্তর। এমাসে পাবেন, পরের মাসে পাবেন এমন আশ্বাসই দিচ্ছেন বারবার।
টিসিবির উপকারভোগীর তালিকায় থাকা হতদরিদ্র ও দিনমজুর মানুষেরা অতি দ্রুত তাদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড প্রদানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, পুরাতন ফ্যামিলি কার্ডে তথ্য লেখার জায়গা না থাকায় এবং নতুন স্মার্ট ফ্যামিলি কার্ড সরবরাহের লক্ষ্যে পুরাতন কার্ডগুলো জমা নেওয়া হয়। পাশাপাশি অনলাইনে উপকারভোগীদের তথ্য হালনাগাদ করা হয়। যতটুকু জানি ইতোমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়ে উপকারভোগীদের তথ্য হালনাগাদের কাজ সম্পন্ন করা হয়েছে।
অচিরেই জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে উপজেলা প্রশাসনের নিকট উপকারভোগীদের স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো সরবরাহ করা হবে। আশা করি চলতি মাসে উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা জানান, টিসিবির উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড প্রদানের কাজ চলমান রয়েছে। কিছু স্মার্ট কার্ড এসেছে। সেগুলো বিতরণ করা হয়েছে এবং কার্ডধারীগণ নিয়মিত পণ্য কিনছেন। অবশিষ্ট কার্ড গুলো আসলে সেগুলো বিতরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 





































