
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ( জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার দারুচিনি হোটেল অ্যান্ড রেস্তোরাঁর হলরুমে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এক সভায় তিনি এই আহ্বান জানান।
সভায় আব্দুর রউফ তালুকদার বলেন, “আমরা সবাই বিএনপির কর্মী। প্রিয় প্রতীক ধানের শীষকে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করতে হলে দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূমের পরামর্শ ও দিকনির্দেশনাই আমাদের চলার পথ।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী ১৩ সেপ্টেম্বর নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্ধারিত কর্মী সমাবেশ স্থগিত করা হয়েছে। দলের বৃহত্তর স্বার্থে এবং নেতৃত্বের ঐক্য রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আব্দুর রউফ তালুকদার বলেন, “তারেক রহমানের নির্দেশনা ও আব্দুল কাইয়ূম সাহেবের পরামর্শ মেনে আমরা সমাবেশ স্থগিত করেছি। তবে বকশীগঞ্জে বিএনপির কর্মীরা ধানের শীষকে হৃদয়ে ধারণ করেন এবং ভবিষ্যতেও থাকবেন। জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের আলোচনার টেবিলে বসা প্রয়োজন।”
তিনি এ সময় কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক আইজিপি ও সাবেক সচিব আব্দুল কাইয়ূমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা, কেএইউ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক পুলিশ সুপার মোজাম্মেল হক, বগারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাজহারুল আনসারী, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, বকশীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোতালেব সরকার, বগারচর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আশরাফুল ইসলাম শাহিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জ্বল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন জজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আল আমিন, পৌর শ্রমিক দলের সভাপতি ফরহাদ হোসেনসহ আরও অনেকে।
স্থানীয় নেতারা মনে করছেন, বকশীগঞ্জ উপজেলা বিএনপি যদি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ থাকে, তবে আগামী নির্বাচনে দলের সাফল্য অনেকাংশে নিশ্চিত হবে।
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ( জামালপুর) প্রতিনিধি : 







































