
অশ্লীল কনটেন্ট প্রচারণার অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আলিশা। পাকিস্তানের খায়বার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের গুলবাহার শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জনপ্রিয় এ টিকটকারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অশ্লীল কনটেন্ট আপলোড করেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারের প্রতিবেদন থেকে জানা যায়, তার বিরুদ্ধে অভিযোগ, নেটদুনিয়ায় ভিউ পাওয়ার আশায় তার এ কর্মকাণ্ড সমাজকে দূষিত করছে। শুধু তাই নয়, তরুণ সমাজকে বিপথগামী করে হুমকিতে ফেলছে।
সোশ্যাল মিডিয়ায় আলিশার ২১ হাজারেরও বেশি অনুসারী রয়েছে। তাই তার হঠাৎ গ্রেফতারের খবর নিয়ে তুমুল আলোচনা, তর্ক-বিতর্ক শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। প্রসঙ্গত, গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আলিশা।
বিনোদন ডেস্ক 






































