
চীনের জনপ্রিয় গায়ক, অভিনেতা ও মডেল ইউ মেংলং মারা গেছেন। মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তরুণ এ সুপারস্টার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চীনের বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় ইউ মেংলং-এর।
অভিনেতার টিমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। টিমের আনুষ্ঠানিক বিবৃতিতে লেখা, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা ঘোষণা করছি আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর ভবন থেকে পড়ে মারা গিয়েছেন। পুলিশ অপরাধমূলক বিষয় খারিজ করে দিয়েছে। আমরা ওর আত্মার শান্তি কামনা করি এবং আশা করছি প্রিয়জনেরা ওকে ভালোবাসায় মুড়ে রাখবেন।
জানা যায়, ৯ সেপ্টেম্বর এক বন্ধুর বাড়ি পাঁচ-ছ’জন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে খাবার খেয়েছেন মেংলং। দুই দিন ওখানেই ছিলেন। ১১ সেপ্টেম্বর রাত প্রায় ২টায় ভেতর থেকে নিজের রুমের দরজা বন্ধ করে ঘুমাতে যান। ভোর ৬টায় ঘুম থেকে উঠে অভিনেতাকে দেখতে পাননি। তারা ভাবেন, মেংলং এখনও ঘুম থেকে উঠেননি। বাড়ির নিচে নামার পর বন্ধুর মৃতদেহ দেখতে পান তারা।
এদিকে ওই বাড়ির এক প্রতিবেশি বলছেন, সকালে পোষ্য নিয়ে নিচে হাঁটতে বেরোলে প্রথম তিনি মৃতদেহ দেখতে পান। এরপরই দ্রুত পুলিশে খবর দেন। তারপরই মৃতের বন্ধুরা জানতে পারেন মৃত্যুর খবর।
প্রাথমিক অবস্থায় পুলিশ এ ঘটনাকে অপরাধমূলক ঘটনা নয় বলে জানায়। তবে অভিনেতার মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বরং দানা বেঁধেছে রহস্যের। মর্মান্তিক এ ঘটনার তদন্ত চলছে।
বিনোদন ডেস্ক 







































