
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় প্রভাত একাডেমি ফর কিডস্ কিন্ডারগার্টেন নামক প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজার সংলগ্ন মাসকা-বালিজুড়া রাস্তার পাশে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রভাত একাডেমি ফর কিডস্ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তাফিজুর রহমান জীবনের সভাপতিত্বে ও হাফসা আক্তার মোহ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া সরকারি কলেজের প্রফেসর আব্দুল মান্নান, শওকত আলী, কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি ও কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল হাই সেলিম, সাংবাদিক মো. রুকন উদ্দিন, মজিবুর রহমান, দৈনিক প্রলয়ের জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম উজ্জ্বল, এডভোকেট ফরিদ আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দুয়া উপজেলার সভাপতি সালাউদ্দিন সালাম, সাধারণ সম্পাদক কাওছার তালুকদার, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কেন্দুয়া উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি কিরণ হোসেন, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দিলশাদ প্লাবন সহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 







































