
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দুর্গাপূজা উদযাপনের জন্য পরীক্ষা বন্ধ থাকবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর পরীক্ষা না নেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।
উল্লেখ্য: ইসলামী বিশ্ববিদ্যালয় ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষ্যে বন্ধ থাকবে।
ইবি প্রতিনিধি 



















