
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ ভুলু বলেছেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশকে সিরিয়া-আফগানিস্তান বানাতে চায়। কারণ পিআর কোন গণতান্ত্রিক পদ্ধতি নয়। এটি হচ্ছে একটি দেশকে ধ্বংস করার পদ্ধতি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে পথসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
বরকত উল্যাহ ভুলু আরও বলেন, পিআর পদ্ধতি কোনমতেই জনগণের মতামতকে প্রাধান্য দিবে না। জনগণ স্থানীয় প্রার্থীকে দেখে দলীয় প্রতীকে ভোট দিবে। কিন্তু পিআর পদ্ধতি জনগণের সেই মতামতকে মূল্যায়ন করে না। তাই জনগণ পিআর পদ্ধতি বুঝে না, চায়ও না। শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এই দেশকে সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসবে এবং যথাসময়ে নির্বাচন হবে। সুতরাং পিআর পদ্ধতি চেয়ে নির্বাচন বানচাল করার সুযোগ জনগণ দিবে না। জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায়, যেই নির্বাচন ৯১ সালে এবং ২০০১ সালে হয়েছিল। যখনই ত্বত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তখনই সুষ্ঠু ভোট হয়েছে। সুতরাং এবারও আমরা আশা করি যথা সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগক্তা ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম। চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ সরকার শামীমের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে আমি রাজনীতি করি মাটি ও মানুষের কল্যাণে। তারেক রহমান বলেছেন আমাদের রাজনীতি হবে জনগণ সম্পৃক্ত। তাই আমি মানুষের সেবা করাই রাজনীতি মনে করছি। বিগত দিন আপনারা দেখেছেন আমি সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। আগামীতেও থাকবো। তারেক রহমানের পক্ষ থেকে মানুষকে বিনামূল্যে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম। আগামীতেও মতলবের প্রতিটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে। যাতে করে সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে পারেন। আমি আগামী নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। সবাই আমার জন্য দোয়া করবেন।
নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ গালিব হাসান প্রীতম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডাঃ রাকিবুল ইসলাম আকাশ, চাঁদপুর জেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মোঃ জাকির হোসেন, মতলব পৌর বিএনপির সদস্য মেজবাহ উদ্দিন মেজু, কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুব ইসলাম স্বপন, মতলব পৌর যুবদলের সহ সভাপতি মনিরুজ্জামান ফরাজী, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজি, মতলব পৌর ছাত্রদল নেতা ইদ্রিস সরকার মুন্না, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ খোরশেদ আলম, নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন প্রধান, মতলব ডিগ্রি কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল রাজা, নারায়ণপুর পৌর বিএনপি নেতা রফিকুল ইসলাম, নারায়ণপুর পৌর যুবদল নেতা রফিকুল ইসলাম রনি,মোঃ জাকির প্রধান, মোঃ হুমায়ুন কবির প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য নারায়ণপুর পৌর যুবদল নেতা এমকে রুবেল। এদিন জেলা বিএনপি নেতা প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের তত্ত্বাবধানে দিনব্যাপী বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় এক হাজার অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 






























