শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ফরিদপুর

সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

ছবি- সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলায় সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিজিয়া বেগম ওই গ্রামের গগন মোল্লার স্ত্রী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান।

স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজ শেষে ঘর থেকে বের হওয়ার সময় দরজার সামনের সিঁড়ির নিচে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. কবির সরদার বলেন, রিজিয়া বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সাপের কামড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুর

সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

প্রকাশের সময় : ০২:৫৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের মধুখালী উপজেলায় সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিজিয়া বেগম ওই গ্রামের গগন মোল্লার স্ত্রী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান।

স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজ শেষে ঘর থেকে বের হওয়ার সময় দরজার সামনের সিঁড়ির নিচে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. কবির সরদার বলেন, রিজিয়া বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সাপের কামড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।