
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চায়না নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। একই অভিযানে তিন নারী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এক অভিযানে তাদের উদ্ধার করা হয়।
আটকরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার ফরিদুল ইসলাম (দালাল) এবং চীনা নাগরিক লি ওই হাও (৩২)।
উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন- আলফা আক্তার (১৬), পিতা- রুবেল মিয়া, গ্রাম- কমলপুর, কেন্দুয়া পৌরসভা, বৃষ্টি (১৭), পিতা- মৃত বছর উদ্দিন, গ্রাম- গোপী নদী, থানা- মেলান্দহ, জেলা- জামালপুর, লিজা আক্তার (২০), পিতা- মহর উদ্দিন, গ্রাম- গগডা (নানার বাড়িতে স্থায়ীভাবে থাকে), ইউনিয়ন- মোজাফরপুর, থানা- কেন্দুয়া।
নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। ভিকটিমদের থানায় নিরাপদে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোনা প্রতিনিধি 







































