বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

মোহাম্মদ আলী জিন্নাহ,  ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৪০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও  স্থানীয়রা জানান, আজ সকালে বেনাপোলগামী শামীম পরিবহনের একটি বাস ঝিকরগাছা থানার মোড় এলাকায় পৌঁছালে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়েছে।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাভারণ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার ডিউটি অফিসার (এসআই) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পিকআপ চালক রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর এলাকার মৃত নেছার আলীর ছেলে।

জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় ২ শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত

ঝিকরগাছায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

প্রকাশের সময় : ০৪:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদ আলী জিন্নাহ,  ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৪০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও  স্থানীয়রা জানান, আজ সকালে বেনাপোলগামী শামীম পরিবহনের একটি বাস ঝিকরগাছা থানার মোড় এলাকায় পৌঁছালে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়েছে।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাভারণ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার ডিউটি অফিসার (এসআই) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পিকআপ চালক রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর এলাকার মৃত নেছার আলীর ছেলে।