বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বোনকে উত্যক্তের কারণে লিটনকে গলাকেটে হত্যা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবক লিটন মিয়া (২৭) হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত শামীম আহমদকে (৩৪) গ্রেপ্তারের পর সোমবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন।
তিনি জানান, রোববার বিকেলে রাজনগর থানাধীন এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি দল। আদালতে দেওয়া জবানবন্দিতে শামীম স্বীকার করেন, তার বোনকে লিটন উত্ত্যক্ত করতো। এছাড়া এলাকায় বখাটেপনা ও বিভিন্ন চুরি ছিনতাই এর সঙ্গেও জড়িত ছিল লিটন। এসব কারণে ৭ থেকে ৮ জনের একটি দল মিলে তাকে হত্যা করে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশ থেকে লিটনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।
জনপ্রিয়

ঝিকরগাছায় অস্ত্র ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

বোনকে উত্যক্তের কারণে লিটনকে গলাকেটে হত্যা

প্রকাশের সময় : ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবক লিটন মিয়া (২৭) হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত শামীম আহমদকে (৩৪) গ্রেপ্তারের পর সোমবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন।
তিনি জানান, রোববার বিকেলে রাজনগর থানাধীন এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি দল। আদালতে দেওয়া জবানবন্দিতে শামীম স্বীকার করেন, তার বোনকে লিটন উত্ত্যক্ত করতো। এছাড়া এলাকায় বখাটেপনা ও বিভিন্ন চুরি ছিনতাই এর সঙ্গেও জড়িত ছিল লিটন। এসব কারণে ৭ থেকে ৮ জনের একটি দল মিলে তাকে হত্যা করে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশ থেকে লিটনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।