মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল মরদেহ

প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার কাউয়ার চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরতে জাল ফেলেন। জাল টানতে গিয়ে তারা সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল জলপাই রঙের হাফপ্যান্ট।

স্থানীয় জেলে রহিম মিয়া বলেন, সকালে জাল তুলতে গিয়ে সাগরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে জানাই।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্র থেকে ভেসে এসে চরে আটকে ছিল।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ আগস্ট কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় লাল কম্বলে মোড়ানো এক ব্যক্তির মরদেহ ভেসে আসে। তিনদিন পর ২৬ আগস্ট কুয়াকাটা উপকূলের চর ধূলাসার এলাকায় আবারও অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ মঙ্গলবার আরও একটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জনপ্রিয়

১০ দলীয় সমঝোতায় সিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল মরদেহ

প্রকাশের সময় : ০৩:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার কাউয়ার চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরতে জাল ফেলেন। জাল টানতে গিয়ে তারা সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল জলপাই রঙের হাফপ্যান্ট।

স্থানীয় জেলে রহিম মিয়া বলেন, সকালে জাল তুলতে গিয়ে সাগরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে জানাই।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্র থেকে ভেসে এসে চরে আটকে ছিল।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ আগস্ট কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় লাল কম্বলে মোড়ানো এক ব্যক্তির মরদেহ ভেসে আসে। তিনদিন পর ২৬ আগস্ট কুয়াকাটা উপকূলের চর ধূলাসার এলাকায় আবারও অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ মঙ্গলবার আরও একটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।