
পাভেল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতি নিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।
এনআরকে-টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।
চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও টেকনিক্যাল অফিসার ইলিয়াছ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু হানিফ, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, পূর্ব চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায়, ফুলবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম সরকার, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাসেন আলী, উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইমাম, পুরোহিতসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পাভেল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 







































