
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জামাল সরদার (৬৫) নামে এক বৃদ্ধ। মঙ্গলবার ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল সরদার ওই গ্রামের মৃত ধনি সরদারের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে ফজরের নামাজের প্রস্তুতি শেষে তিনি নিজ ঘরে প্রবেশ করে গলায় রশি দেন। পরে পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































