
মোহাম্মদ আলী জিন্নাহ, ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে যশোর জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। পরে বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের কার্যালয়ের পত্র প্রেরণ শাখায় আরও একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম, গদখালী ফুল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ, ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মনজুর আলম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক এমরান রেজা খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ইউএনও ভুপালী সরকারের বদলি আদেশ জারি হলে ঝিকরগাছার সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দেয়। এরই প্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর ঝিকরগাছা সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আলী জিন্নাহ, ঝিকরগাছা প্রতিনিধি 






































