
সিরাজগঞ্জ প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের খেলার মাঠে প্রথমবারের মতো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দুটি দল অংশ নেয়।
গোরা এফসি ও টেগোর ইউনাইটেডের মধ্যে অনুষ্ঠিত ৭০ মিনিটের খেলায় টেগোর ইউনাইটেড ২-০ গোলের ব্যবধানে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. জাবেদ ইকবালসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। স্থায়ী ক্যাম্পাসে মাঠ সংস্কারের ফলে শিক্ষার্থীরা এখন নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে পারবে।
খেলা শেষে টেগোর ইউনাইটেড দলের অধিনায়ক ফয়সাল আক্তার এবং গোরা এফসি দলের অধিনায়ক আসমাউল হোসেন মাঠ সুবিধা পাওয়ায় আনন্দ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































