
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবনের কচিখালী এলাকায় ভ্রমণরত অবস্থায় বিলাসবহুল পর্যটন জাহাজ,এমভি আলাস্কায়,এক বিদেশি নারী পর্যটক প্রাণ হারিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নোইলিন (৫৭) সকালে নাস্তা শেষে কেবিনে বিশ্রাম নিতে যান। কিছুক্ষণ পর জাহাজের এক কর্মী কফি নিয়ে তার কেবিনে ঢুকে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে জাহাজে থাকা এক চিকিৎসক পরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার সময় তার বাংলাদেশি স্বামীও জাহাজে ছিলেন।
এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বনবিভাগ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জাহাজটিতে একজন বিদেশি এবং ৭৪ জন দেশি পর্যটক ছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস) এর পক্ষ থেকে জানানো হয়, ৭৫ জন যাত্রী নিয়ে শুক্রবার খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজ,এমভি আলাস্কা। এর মধ্যে কারমেল নোইলিনই ছিলেন একমাত্র বিদেশি পর্যটক।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর একই এলাকায় আরেক পর্যটক সাগরে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। টানা দুই মৃত্যুর ঘটনায় সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 







































