
আলমগীর হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি
বেনাপোলে উৎসবমুখর পরিবেশে ৫২-তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের বলফিল্ডে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ও বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। রোমাঞ্চকর খেলায় বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম।
এতে প্রধান অতিথি ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রসিদ এবং বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
খেলায় অংশগ্রহণকারী ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলেন।
প্রধান অতিথি নুরুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন- খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শরীর ও মনকে সুস্থ রাখে এবং শৃঙ্খলাবোধ জাগ্রত করে। তরুণ প্রজন্মের বলেন মাদককে না বলে খেলাধুলায় মনোযোগ বাড়ান।
আলমগীর হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি 







































