শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্ব পালনকালে প্রাণ গেল পুলিশ সদস্যর

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে দায়িত্ব পালন কালে মিজানুর রহমান (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, ঘোড়াঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ডাক বিলির জন্য হাকিমপুর সার্কেল অফিসে রওনা করেন মিজানুর রহমান। এক পর্যায়ে উপজেলার ডুগডুগি বাজার এলাকায় পৌঁছালে সেখানে তিনি শারিরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

এ সময় থানা পুলিশের জরুরি মোবাইল পার্টি খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখান থেকে রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দায়িত্ব পালনকালে প্রাণ গেল পুলিশ সদস্যর

প্রকাশের সময় : ০৪:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে দায়িত্ব পালন কালে মিজানুর রহমান (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, ঘোড়াঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ডাক বিলির জন্য হাকিমপুর সার্কেল অফিসে রওনা করেন মিজানুর রহমান। এক পর্যায়ে উপজেলার ডুগডুগি বাজার এলাকায় পৌঁছালে সেখানে তিনি শারিরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

এ সময় থানা পুলিশের জরুরি মোবাইল পার্টি খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখান থেকে রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।