
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরতে যাওয়ার পথে চার বোতল কীটনাশকসহ এক জেলেকে আটক করেছে বনরক্ষীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শরণখোলা ফরেস্ট স্টেশন সংলগ্ন ভোলা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক জেলের নাম মো. বাবুল হাওলাদার (৫০)। তিনি শরণখোলা উপজেলার শরণখোলা গ্রামের হাসেম হাওলাদারের ছেলে। এ সময় তার ব্যবহৃত নৌকা ও মাছ ধরার জালও জব্দ করা হয়েছে। বনবিভাগ জানায়, বাবুল সুন্দরবনের ভাইজোড়া খালে বিষ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, “বিষ দিয়ে মাছ ধরার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে কাজ করছি। আটক জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার সহযোগীদের ধরতে বনরক্ষীরা ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 







































