
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে বাসের গ্যারেজ নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় সমালোচনা দেখা দিয়েছে। রবিবার (২১ জুলাই) জানা যায়, এনায়েতপুর কেজি মোড় এলাকায় জেনিন এন্টারপ্রাইজের মালিক ও জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি মেজবাহুল ইসলাম লিটন সম্প্রতি ১৮ শতক জমি ক্রয় করেন। তবে কেনা জমির বাইরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় টিনশেড দিয়ে বেড়া ও বাউন্ডারি ওয়াল তুলে গ্যারেজ নির্মাণ করছেন।
স্থানীয়দের অভিযোগ, বোর্ডের কিছু কর্মচারীর যোগসাজশ ও কর্মকর্তাদের উদাসীনতায় প্রভাবশালীরা নিয়মিত সরকারি জমি দখল করছে। তারা এ বিষয়ে দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মেজবাহুল ইসলাম লিটন বলেন, পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নেওয়া হয়নি। যদি সরকারি জায়গা দখল হয়ে থাকে, বোর্ড চাইলে তা ভেঙে দিতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, ইতিপূর্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আবারও কেউ সরকারি জমি দখল করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জায়গা উদ্ধার করা হবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































