বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় নৈশ প্রহরীর মৃত্যু

আলমগীর হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় আহসান উল্লাহ (৫২) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ উপজেলার মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে। তিনি আফিল জুট মিলে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে ডিউটি শেষে নৈশ প্রহরী আহসান উল্লাহ বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়েন তিনি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক আফ্রিদী ও সাথে থাকা মাহমুদুল হাসান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এব্যাপারে নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, শার্শায় মিনি স্টেডিয়ামের সামনে সড়ক দুর্ঘটনায় আফিল জুট মিলের এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। এঘটনায় মামলা হয়েছে।

জনপ্রিয়

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে: প্রধান উপদেষ্টা

শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় নৈশ প্রহরীর মৃত্যু

প্রকাশের সময় : ০২:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

আলমগীর হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় আহসান উল্লাহ (৫২) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ উপজেলার মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে। তিনি আফিল জুট মিলে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে ডিউটি শেষে নৈশ প্রহরী আহসান উল্লাহ বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়েন তিনি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক আফ্রিদী ও সাথে থাকা মাহমুদুল হাসান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এব্যাপারে নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, শার্শায় মিনি স্টেডিয়ামের সামনে সড়ক দুর্ঘটনায় আফিল জুট মিলের এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। এঘটনায় মামলা হয়েছে।