শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেতলালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪ শিক্ষার্থী

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

ফুটবল খেলায় ট্রাইবেকারকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা-২০২৫ এর উপজেলা পর্যায়ের ফুটবল (বালক) প্রতিযোগিতার অংশ হিসেবে সারা দেশের ন্যায় ক্ষেতলাল উপজেলায়ও খেলা চলছিলো। খেলায় বড়তারা উচ্চ বিদ্যালয় ও পাইলট উচ্চ বিদ্যালয় দুটি দল মাঠে নামে মোকাবিলা করতে। খেলায় নির্ধারিত সময় শেষে গোল সমতায় থাকায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণের সিদ্ধান্ত হয়। এসময় দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে রূপ নেয়। এতে পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা বড়তারা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের উপর আক্রমণ করে। এতে বড়তারা উচ্চ বিদ্যালয়ের ৪জন খেলোয়াড় আহত হয়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় বড়তারা উচ্চ বিদ্যালয়ের আহত ৪জন শিক্ষার্থীরা হলেন, দশম শ্রেণির ছাত্র আইয়ুব হোসেন ও দিগন্ত সরকার এবং অষ্টম শ্রেণির ছাত্র সিজান ও রুদ্র চন্দ্র।

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বড়তারা উচ্চ বিদ্যালয়ের দল খেলা বর্জন করে মাঠ ত্যাগ করে।

স্থানীয় ক্রীড়ামোদীরা বলেন, এ ধরনের ঘটনায় বিদ্যালয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার সৌন্দর্য নষ্ট হয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আয়োজকদের আরও কঠোর তদারকির পরামর্শ দেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, খেলায় জিততে না পারলে হট্টোগল ও মারামারি করার রেকর্ড পাইলট স্কুলের  পূর্বেও অনেকবার রয়েছে। স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, শুনেছি খেলাকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষ বিষয়টি খুব দুঃখজনক। ইতিপূর্বেও এমন ঘটনা ঘটেছে এমন বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। আজকের ঘটনায় দুই পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, কেন এমন মন্তব্য করলেন মিমি??

ক্ষেতলালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪ শিক্ষার্থী

প্রকাশের সময় : ০৩:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

ফুটবল খেলায় ট্রাইবেকারকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা-২০২৫ এর উপজেলা পর্যায়ের ফুটবল (বালক) প্রতিযোগিতার অংশ হিসেবে সারা দেশের ন্যায় ক্ষেতলাল উপজেলায়ও খেলা চলছিলো। খেলায় বড়তারা উচ্চ বিদ্যালয় ও পাইলট উচ্চ বিদ্যালয় দুটি দল মাঠে নামে মোকাবিলা করতে। খেলায় নির্ধারিত সময় শেষে গোল সমতায় থাকায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণের সিদ্ধান্ত হয়। এসময় দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে রূপ নেয়। এতে পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা বড়তারা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের উপর আক্রমণ করে। এতে বড়তারা উচ্চ বিদ্যালয়ের ৪জন খেলোয়াড় আহত হয়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় বড়তারা উচ্চ বিদ্যালয়ের আহত ৪জন শিক্ষার্থীরা হলেন, দশম শ্রেণির ছাত্র আইয়ুব হোসেন ও দিগন্ত সরকার এবং অষ্টম শ্রেণির ছাত্র সিজান ও রুদ্র চন্দ্র।

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বড়তারা উচ্চ বিদ্যালয়ের দল খেলা বর্জন করে মাঠ ত্যাগ করে।

স্থানীয় ক্রীড়ামোদীরা বলেন, এ ধরনের ঘটনায় বিদ্যালয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার সৌন্দর্য নষ্ট হয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আয়োজকদের আরও কঠোর তদারকির পরামর্শ দেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, খেলায় জিততে না পারলে হট্টোগল ও মারামারি করার রেকর্ড পাইলট স্কুলের  পূর্বেও অনেকবার রয়েছে। স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, শুনেছি খেলাকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষ বিষয়টি খুব দুঃখজনক। ইতিপূর্বেও এমন ঘটনা ঘটেছে এমন বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। আজকের ঘটনায় দুই পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।