বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  (২২ সেপ্টেম্বর) বিকেলে  বকশীগঞ্জ  উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, হিন্দু সম্প্রদায়ের নেতা ডা. সিদ্ধেশ^র সাহা,জাতীয় নাগরিক পার্টির বকশীগঞ্জ শাখার যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সাধারণ সম্পাদক মওলানা শাহজালাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিমল সাহাসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়। পাশাপাশি উৎসবমুখর পরিবেশ যেন কোন কারণে বিষাদময় না হয়, সে বিষয়ে সবাই সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
 শাহ জহুরুল বলেন, ‘আসন্ন দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। পূজা মণ্ডপে যদি কেউ বিশৃঙ্খলার চেষ্টা করে, সে বিষয়ে আমাদেরকে জানাতে হবে এবং পরিবেশ সুন্দর রাখতে সবাইকে কাজ করে যেতে হবে।’
উল্লেখ্য, এ বছর বকশীগঞ্জ  উপজেলার সাতটি ইউনিয়নে ১৪ পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
জনপ্রিয়

দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত

বকশীগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

প্রকাশের সময় : ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  (২২ সেপ্টেম্বর) বিকেলে  বকশীগঞ্জ  উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, হিন্দু সম্প্রদায়ের নেতা ডা. সিদ্ধেশ^র সাহা,জাতীয় নাগরিক পার্টির বকশীগঞ্জ শাখার যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সাধারণ সম্পাদক মওলানা শাহজালাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিমল সাহাসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়। পাশাপাশি উৎসবমুখর পরিবেশ যেন কোন কারণে বিষাদময় না হয়, সে বিষয়ে সবাই সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
 শাহ জহুরুল বলেন, ‘আসন্ন দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। পূজা মণ্ডপে যদি কেউ বিশৃঙ্খলার চেষ্টা করে, সে বিষয়ে আমাদেরকে জানাতে হবে এবং পরিবেশ সুন্দর রাখতে সবাইকে কাজ করে যেতে হবে।’
উল্লেখ্য, এ বছর বকশীগঞ্জ  উপজেলার সাতটি ইউনিয়নে ১৪ পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।