
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল মদসহ ১২ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।
বিজিবির দেওয়া তথ্যমতে ২২ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, চান্দুরিয়া, তলুইগাছা, মাদরা, ভোমরা এবং বাকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল মদসহ ১২ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবির গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১৩/৩ এস এর ৩ ও ৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মজুমদার ও কুঠিবাড়ি নামক স্থান হতে ৬ লক্ষ ২০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/২ ও ৪ এস হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন গোয়ালপাড়া ও বরইবাগান নামক স্থান হতে ৩লক্ষ ১৫হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে সীমান্ত পিলার-১৩/২ এস এর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ১ লক্ষ ৪০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
ভোমরা বিওপির বিশেষ আভিযানে মেইন পিলার-৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ৭০হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, বাকাল চেকপোষ্ট বিশেষ আভিযানে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ৭০হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ১২লক্ষ ১৫হাজার ৫০০টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ 






































