মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রাজবাড়ী

পাংশায় ইজিবাইক পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

মেহেদী হাসান,  রাজবাড়ী  
রাজবাড়ী পাংশার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গ্রামে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় ইজিবাইক (অটো) খাদের পানিতে পড়ে অটোতে থাকা আরিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আরিফ ওই ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের নিজাম প্রামানিকের ছেলে।
বাবা -মা ঢাকাতে চাকরি করায় সে পার্শ্ববর্তি তারাপুর গ্রামে নানা আমজাদ মণ্ডলের বাড়িতে থাকতো।
স্থানীয়দের সূত্রে জানা যায়, তারাপুর গোরস্থান সংলগ্ন শিশুটির নানা বাড়ির সামনে নানা আমজাদ প্রামানিকের একটি বিচেলী (খর) বিক্রয়কারি দোকান রয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে বাহাদুপুর থেকে হাবাসপুরগামী একটি অটো গাড়ি বিচেলী (খর) কেনার জন্য ওখানে এসে থামে। এসময় শিশুটি নানার দোকানেই ছিলো।
অটো চালক অটোর স্ট্রাট অফ করে চাবি রেখেই বিচেলী কিনতে ব্যাস্ত হয়ে পরে। এরই কোন এক ফাঁকে সকলের অগোচরে শিশুটি অটোতে উঠে স্ট্রাট দিলে অটোটি কয়েক গজ সামনে এগিয়ে রাস্তার পার্শ্ববর্তি খাদে গিয়ে উলটে পড়ে।
অটো পড়ে যেতে দেখে চালক সহ স্থানীয়রা দ্রুত এসে অটাটি উদ্ধার করে। এসময় শিশুটিকে খুজে না পাওয়ায় সন্দেহ হলে স্থানীয়রা খাদের পানিতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
জনপ্রিয়

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ী

পাংশায় ইজিবাইক পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময় : ১১:৪২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
মেহেদী হাসান,  রাজবাড়ী  
রাজবাড়ী পাংশার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গ্রামে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় ইজিবাইক (অটো) খাদের পানিতে পড়ে অটোতে থাকা আরিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আরিফ ওই ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের নিজাম প্রামানিকের ছেলে।
বাবা -মা ঢাকাতে চাকরি করায় সে পার্শ্ববর্তি তারাপুর গ্রামে নানা আমজাদ মণ্ডলের বাড়িতে থাকতো।
স্থানীয়দের সূত্রে জানা যায়, তারাপুর গোরস্থান সংলগ্ন শিশুটির নানা বাড়ির সামনে নানা আমজাদ প্রামানিকের একটি বিচেলী (খর) বিক্রয়কারি দোকান রয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে বাহাদুপুর থেকে হাবাসপুরগামী একটি অটো গাড়ি বিচেলী (খর) কেনার জন্য ওখানে এসে থামে। এসময় শিশুটি নানার দোকানেই ছিলো।
অটো চালক অটোর স্ট্রাট অফ করে চাবি রেখেই বিচেলী কিনতে ব্যাস্ত হয়ে পরে। এরই কোন এক ফাঁকে সকলের অগোচরে শিশুটি অটোতে উঠে স্ট্রাট দিলে অটোটি কয়েক গজ সামনে এগিয়ে রাস্তার পার্শ্ববর্তি খাদে গিয়ে উলটে পড়ে।
অটো পড়ে যেতে দেখে চালক সহ স্থানীয়রা দ্রুত এসে অটাটি উদ্ধার করে। এসময় শিশুটিকে খুজে না পাওয়ায় সন্দেহ হলে স্থানীয়রা খাদের পানিতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।